বেনাপোল থেকে এনামুলহকঃ বেনাপোল মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল ২৪শে আগষ্ট রোজ রবিবার । এই শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি মোঃ হাবিবুর রহমান হবি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য একটি ডেল কোম্পানির ল্যাপটপ এবং শারীরিক-মানসিক সুস্থতার জন্য দুটি ভলিবল তুলে দেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক মোঃ রমজান আলী, খাদিজা বেগম (অবসরপ্রাপ্ত শিক্ষিকা) মোঃ আব্দুল মান্নান (অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, বেনাপোল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়) মোঃ নাজিম উদ্দিন (সভাপতি, বেনাপোল পৌর বিএনপি) মোঃ শাহাবুদ্দিন (সহ-সভাপতি, বেনাপোল পৌর বিএনপি) স্থানীয় সাংবাদিকবৃন্দ, উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, প্রযুক্তি ও খেলাধুলা শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Leave a Reply