সাবেক মেয়র প্রার্থী, ভাষা আন্দোলন পরিষদের সভাপতি ও আধুনিক গণমাধ্যম ভাষাটিভি সম্পাদক ও প্রকাশক বললেন— “জনগণের মুক্তি চাই”
গাজীপুর প্রতিনিধি: গণফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আতিকুল ইসলাম জাতীয় সংসদের আসন্ন নির্বাচনে গাজীপুর-১ (আসন নং ১৯৪) ও গাজীপুর-২ (আসন নং ১৯৫) আসনে প্রার্থীতা ঘোষণা করেছেন।
শনিবার (২৪ আগস্ট) গাজীপুর রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত তাঁর উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এ ঘোষণা আসে। বৈঠকে উপদেষ্টা পরিষদের সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় নেতাকর্মী।
অতীত অভিজ্ঞতা ও জনগণের আস্থা
২০২৩ সালের গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন আতিকুল ইসলাম। যদিও তিনি বিজয়ী হতে পারেননি, তবে স্থানীয় জনগণের কাছ থেকে ব্যাপক সাড়া ও আস্থা পেয়েছিলেন।
উপদেষ্টা পরিষদ জানিয়েছে, সেই অভিজ্ঞতা ও জনগণের চাহিদাকে ভিত্তি করেই এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভাষা আন্দোলন পরিষদ ও গণমাধ্যমের সাথে সম্পৃক্ততা
রাজনীতির পাশাপাশি আতিকুল ইসলাম দীর্ঘদিন ধরে ভাষা আন্দোলন পরিষদ-এর সভাপতি হিসেবে জাতীয় ভাষানীতি ঘোষণার দাবি ও বাস্তবায়নের জন্য কাজ করে আসছেন।
তিনি জাতীয় দৈনিক বঙ্গজননী পরিবার সদস্য দীর্ঘ দিন ও আধুনিক গণমাধ্যম ভাষাটিভি-এর সম্পাদক ও প্রকাশক হিসেবেও দায়িত্ব পালন করছেন। জনগণের মুক্তির দাবিতে তিনি বারবার সোচ্চার হয়েছেন।
জেল-জুলুম ও নির্যাতনের অভিজ্ঞতা
জনগণের মুক্তির দাবিতে আন্দোলন করতে গিয়ে তাঁকে জেল, জুলুম ও নির্যাতনের শিকার হতে হয়েছে। তবুও তিনি থেমে থাকেননি। তাঁর ভাষায়—
“জনগণের মুক্তি চাইতে আমি নির্যাতন সহ্য করেছি, জেল খেটেছি, তবুও পিছু হটিনি।”
আতিকুল ইসলামের বক্তব্য
প্রার্থীতা ঘোষণার সময় তিনি আরও বলেন “আমি মা-মাটি-বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখি। বারবার নির্বাচনে অংশগ্রহণ করেছি, কিন্তু দিনের ভোট রাতে হওয়ায় জনগণের কাঙ্ক্ষিত ফল দেখানো হয়নি। আমরা আশা করি, বর্তমান সরকার একটি বৈধ নির্বাচন উপহার দেবে।”
তিনি যোগ করেন “আমি সাবেক কোনাবাড়ী ইউনিয়নের একজন বাসিন্দা হলেও বর্তমানে বাস করি বাসন থানাধীন ১৮ নম্বর ওয়ার্ডে। এই জেলা আমার সম্মান, আমি জেলার উন্নয়নে এক সৈনিক। সর্বস্তরের মানুষের দোয়া আছে, তবুও দোয়া চাই।”
যোগাযোগ:
প্রার্থীতা সংক্রান্ত যেকোনো বিষয়ে যোগাযোগ করা যাবে এই নম্বরে: ০১৭১৬৭৪৩৩৫৭
Leave a Reply