আনোয়ার হোসেন তরফদার, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় যৌথবাহিনীর অভিযানে বিদেশি মদ, বিপুল পরিমাণ যৌন উত্তেজক ট্যাবলেট ও সিরাপসহ দুইজনকে আটক করা হয়েছে। শনিবার (২৩ আগস্ট) বিকেলে উপজেলার ভরাডোবা ইউনিয়নের ক্লাবের বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
যৌথবাহিনী সূত্রে জানা গেছে, এসময় রয়েল স্টিক ব্র্যান্ডের ৭৫০ মিলিলিটার বিদেশি মদের ৬ বোতল, ২ হাজার ৬০০ পিস যৌন উত্তেজক ট্যাবলেট এবং ২৫৮ বোতল অবৈধ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার কালিয়াকান্দি এলাকার শামসুল হকের ছেলে মো. সুজন মিয়া (৩০), ঈশ্বরগঞ্জ উপজেলার বরজোরা এলাকার নবাব আলী ফকিরের ছেলে মোহাম্মদ আলী (৬২)।
ভালুকা মডেল থানার ওসি হুমায়ুন কবির জানান, মাদক ও অবৈধ ঔষধ সহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। আসামীদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply