আনোয়ার হোসেন তরফদার, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ব্রাদার্স ক্লাবের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে ব্রাদার্স ক্লাব সভাপতি রাফি উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে, তিয়াস মাহমুদ শুভ’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলম।
অনুষ্ঠানের উদ্বোধন করেন ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান আবদুল্লাহ আল মাহমুদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসাইন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, সালাউদ্দিন আহমেদ, রুহুল আমিন, প্রফেসর হাদিসুর রহমান, সহ ব্রাদার্স ক্লাবের নেতৃবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, ব্রাদার্স ক্লাব দীর্ঘদিন ধরে সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়ামূলক কার্যক্রমের মাধ্যমে তরুণ প্রজন্মকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও ক্লাবটি সমাজ উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা পালন করবে।
সম্মেলনে পুনরায় রাফি উল্লাহ চৌধুরী কে সভাপতি আশিকুর রহমান নুর কে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।
Leave a Reply