1. bhashatvnews@gmail.com : বার্তা বিভাগ :
  2. editor@bhashatv.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  3. bhashatvnews11@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  4. shahjamal.press@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
যশোরের মানুষ সপ্তমবারের মতো দেখল ‘শয়তান’ - OnlineTV
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১০:৪৯ অপরাহ্ন

যশোরের মানুষ সপ্তমবারের মতো দেখল ‘শয়তান’

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ২৬৭ বার পঠিত

আনোয়ার হোসেন.নিজস্বপ্রতিনিধিঃ যশোর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গতকাল শুক্রবার সন্ধ্যাপরে মঞ্চস্থ হয়েছে নাটক ‘শয়তান’।

কাহলিল জিবরানের গল্প অবলম্বনে এবং শব্দ থিয়েটারের পরিবেশনায় নাটকটি সংগঠনের সপ্তম বারের মতো মঞ্চায়ন হয়।

নাটকটির নাট্যরূপ ও নির্দেশনার পাশাপাশি মুখ্য চরিত্রে (শয়তান) অভিনয় করেছেন মাস্উদ জামান।

‘শয়তান’ নাটকটি মূলত শয়তান ও এক ফাদারের মধ্যকার সংলাপ নির্ভর মিথস্ক্রিয়ার মধ্য দিয়ে মানবতার জয়গান গেয়েছে।

ওপাশাপাশি হাজার বছরের প্রাচীন গোত্রব্যবস্থা ও সমাজে দুষ্টবুদ্ধির দ্বারা শুভবুদ্ধিসম্পন্নদের প্রতিনিয়ত বিপদগ্রস্ত করার প্রবণতার যৌক্তিক রূপায়ণ তুলে ধরা হয়েছে নাট্যরচনায়।নাটক মঞ্চায়ন শেষে.

অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন যশোর জেলা প্রশাসক মোঃ আজহারুল ইসলাম

সহ বিএনপি’র কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।

যশোর জেলা পরিষদের প্রধান নিবাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. মাহমুদ হাসান বুলু সহ নাট্য বৌদ্ধরা দর্শক রাতে বসে নাটক উপভোগ করেন।

নাটকের অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন তারা হলেন, ফাদার চরিত্রে অরুণ মজুমদার, গোত্রপতি: চরিত্রে সোহেল রানা, লাউইস চরিত্রে পিয়াশ মণ্ডল, গরিলা চরিত্রে শাহিদুর রহমান এবং গ্রামবাসী ও আদিম মানুষ চরিত্রে মারুফ হোসেন, হাফছা আক্তার, তানভীর হাসান রামিম, হাসিবুর রহমান ও আলমগীর হোসেন। শব্দ থিয়েটারের ধারাবাহিক প্রযোজনার অংশ হিসেবে এই নাটকটি দর্শনের বিনিময়ে প্রদর্শন হয়েছে। মিলায়তনে পূর্ণ দর্শক নাটকটি উপভোগ করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
অনলাইন নিউজ টিভি ভাষাটিভি একটি অলাভজনক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন "ভাষা আন্দোলন পরিষদ"এর অঙ্গ প্রতিষ্ঠান।
Design By Raytahost