নিজস্ব প্রতিনিধিঃ সাহিত্য অমনিবাস এর সাপ্তাহিক সাহিত্যচর্চা আসরের দ্বিতীয় আয়োজনে শনিবার (২৮ জুন ২০২৫) বিকেলে গাজীপুরের শিববাড়ি “গাজীপুর মিডিয়া সেন্টার” মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সাহিত্য অমনিবাস এর প্রতিষ্ঠাতা জুলীয়াস চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সাহিত্যচর্চা আসরে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সহ-প্রতিষ্ঠাতা সাবা বিনতে মুরতাজ, সাংবাদিক মোহাম্মদ রফিক প্রমুখ।
কবিতা আবৃত্তি করেন কবি ও সাংবাদিক মোহাম্মদ আহসান হাবীব, কবি ও আবৃত্তিকার জাভেদ আল মামুন খান, কবি আবুল বাসার রিপন, কবি মো. মাহাবুবুর রহমান, কবি খন্দকার রফিক, কবি শাহ সুলতান আতিক, এবং আবৃত্তিকার জাকিয়া রেজুয়ানা। নাট্যাংশ পরিবেশন করেন নাট্যকার ও অভিনেতা মুছা খান রানা।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন গাজীপুর মিডিয়া সেন্টারের পরিচালক মো. নাসির উদ্দিনের। সঞ্চালনার দায়িত্বে ছিলেন কবি ও সাংবাদিক মোহাম্মদ আহসান হাবীব।
সভাপতির বক্তব্যে জুলীয়াস চৌধুরী বলেন, সাহিত্যর সৃষ্টি হোক সকলের জন্য আর সকলের কল্যাণে।
কবিতা পাঠ, নাট্যাংশ, ও সাহিত্য আলোচনার মধ্য দিয়ে একটি প্রাণবন্ত পরিবেশ তৈরি হয়।
অনুষ্ঠানে সাহিত্য অমনিবাস এর সাপ্তাহিক সাহিত্যচর্চা আসরের তৃতীয় আয়োজন শনিবার (০৫ জুলাই ২০২৫) বিকেল ৪টায় গাজীপুর মিডিয়া সেন্টার মিলনায়তনে অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেওয়া হয়।
Leave a Reply