1. bhashatvnews@gmail.com : বার্তা বিভাগ :
  2. editor@bhashatv.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  3. bhashatvnews11@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  4. shahjamal.press@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
দেশপ্রেমিক লোকদের সঠিক প্রক্রিয়ায় যাচাই বাছাই করে নিয়োগ দিতে হবে ...... অধ্যাপক ড. সায়েদা ওবায়েদ - OnlineTV
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৮:৩৭ পূর্বাহ্ন

দেশপ্রেমিক লোকদের সঠিক প্রক্রিয়ায় যাচাই বাছাই করে নিয়োগ দিতে হবে …… অধ্যাপক ড. সায়েদা ওবায়েদ

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ১৫০ বার পঠিত

বাংলাদেশের সকল বৈষম্য-দুর্নীতি দূর করতে সরকার ও জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, এক্ষেত্রে সরকারের গুরুত্বপূর্ণ পদে সৎ, যোগ্য, মেধাবী, সাহসী ও দেশপ্রেমিক লোকদের সঠিক প্রক্রিয়ায় যাচাই বাছাই করে নিয়োগ দিতে হবে বলে মন্তব্য করেছেন অধ্যাপক ড. সায়েদা ওবায়েদ।

উল্লেখিত প্রতিষ্ঠানের উদ্যোগে ও সম্মিলিত বাংলাদেশ নাগরিক সংস্থা (এফবিপিও) এর সার্বিক সহযোগীতায় ১৬ নভেম্বর শনিবার বিকাল ৪.০০মিঃ এ শাহাবাগ চত্বরে (জাতীয় জাদুঘরের সম্মুখে) একটি মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. শাহেদা ওবায়েদ (সাবেক চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, ঢাকা ও আহ্বায়ক, ডিআরপি)। এছাড়াও বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিতি ছিলেন, মোয়াজ্জেম হোসেন খান মজলিস (সভাপতি, জাতীয় স্বাধীনতা পার্টি), মোঃ আখতারুজ্জামান (চেয়ারম্যান, ন্যাপ-ভাসানী), কেএমএইচ নজরুল ইসলাম সভাপতি, খুলনা বিভাগীয় সমিতি, ঢাকা ও সাবেক সচিব, লে. কর্ণেল (অব.) খন্দকার ফরিদুল আকবর (আহ্বায়ক ও প্রধান কর্মী, জাতীয় নাগরিক মঞ্চ ও উপদেষ্টা ইউডিপি), ড. ঈসা মোহাম্মদ (সাবেক অধ্যাপক, জাতীয় বিশ্ববিদ্যালয় ও ভারপ্রাপ্ত সভাপতি, এফবিপিও), ইঞ্জি, ম. এনামুল হক (সভাপতি, সর্বজন বিপ্লবি দল), শাহ জামাল আমিরুল (সাধারণ সম্পাদক, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট), আব্দুল কাইউম সিদ্দিকী (চেয়ারম্যান, সিডেফ), জনাব আবুল কালাম আজাদ (সদস্য সচিব, ডিআরপি), এড. ড. আব্দুল আউয়াল (এড. বাংলাদেশ সুপ্রিম কোর্ট)।

অনুষ্ঠানে উপস্থিত থেকে আরো বক্তব্য রাখেন এফবিপিও ও বৈষম্য বিরোধী ছাত্র শিক্ষক কর্মকর্তা-কর্মচারী সমন্বয় পরিষদের সমন্বয়কারী নুরুল আজম হাওলাদার, মোঃ আল আমিন (কোটা সংস্কার আন্দোলনের ছাত্রনেতা), মোঃ রবিউল হোসেন রাব্বানী (সভাপতি, বরিশাল বিভাগ ছাত্র সমিতি)। অনুষ্ঠানে সভাপতিত্ব ও পরিচালনা করেন, গাজী মোস্তাফিজুর রহমান (সাধারণ সম্পাদক ও প্রধান সমন্বয়কারী, এফবিপিও এবং চেয়ারম্যান, সম্মিলিত গণতান্ত্রিক দল-ইউডিপি)। এছাড়াও অত্র প্রতিষ্ঠানের ছাত্র, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারি সহ সম্মিলিত বাংলাদেশ নাগরিক সংস্থা (এফবিপিও) এর বিভিন্ন পর্যায়ের নেতা, কর্মী, উপদেষ্টা ও সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, মানবাধিকার, পেশাজীবী, ব্যবসায়ী, গণমাধ্যম, ছাত্র, সমাজসেবী ও সাংবাদিক প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের নেতা, কর্মী, উপদেষ্টা ও সদস্য বৃন্দ।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা “আওয়ামী ফ্যাসিস্ট-খুনি-মহা দূর্নীতিবাজ শেখ হাসিনা গং এর দোসর ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি, ওআইসি কর্তৃক পরিচালিত ও নিয়ন্ত্রিত বিশ্বমানের একটি শিক্ষা প্রতিষ্ঠান) এর ভিসি খুনের মামলার আসামী, মহা লুটেরা ইঞ্জিনিয়ার মোঃ রফিকুল ইসলাম গং দের ফাঁসি, দূর্নীতির তদন্ত ও অপসরন এবং বাংলাদেশে বৈষম্যহীন শিক্ষা সংস্কারের দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
অনলাইন নিউজ টিভি ভাষাটিভি একটি অলাভজনক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন "ভাষা আন্দোলন পরিষদ"এর অঙ্গ প্রতিষ্ঠান।
Design By Raytahost