টুটুল তালুকদার, কোনাবাড়ী থানা প্রতিনিধি :- মোবাইলে কার্টুন দেখানোর কথা বলে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মোঃ- রাহাত মিয়া নামে (২০) এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ী বাইমাইল এলাকায়। গেল রবিবার সকাল সাড়ে ১০ টার সময় নগরীর বাইমাইল এলাকায় জৈনিক আফসুর বিল্ডিং এর ছাদে এ ঘটনা ঘটে।
গ্রেফতারকৃত রাহাত শেরপুর জেলার সদর থানার ডুবাচর গ্রামের গোলজার হোসেনের ছেলে। সে তার বাবা-মার সঙ্গে কোনাবাড়ী থানাধীন বাইমাইল পূর্ব পাড়া জয়নাল হাজারীর বাসায় ভাড়া থাকতো। জানা যায় ওই শিশু তার বাবা-মার সঙ্গে একই এলাকায় রাহাজ উদ্দিনের বাসায় ভাড়া থাকতো। ঘটনার দিন সকাল সাড়ে ৭ টার সময় তার মা শিশুটিকে বাসায় রেখে অফিসে চলে যায় এবং তার বাবা বাসার সামনে দোকানে সিঙ্গারা পুড়ি বিক্রি করছিলো। সকাল সাড়ে ১০ টার সময় শিশুটি দোকানের সামনে এসে খেলাধুলা করতেছিল। এমন সময় ওই লম্পট রাহাত মোবাইল ফোনে কার্টুন দেখানোর লোভ দেখিয়ে স্থানীয় আফসুর বিল্ডিং এর ছাদে নিয়ে শিশুটিকে জোর পূর্বক ধর্ষণ করে। পরে শিশুটি ডাক চিৎকার করতে থাকলে লম্পট রাহাত তাকে ছেড়ে দেয়। পরে বিষয়টি জানাজানি হলে ওই লম্পট রাহাতকে স্থানীয়রা উত্তম মধ্যম দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।
এ ঘটনায় শিশুটির বাবা সোমবার (৮ জুলাই) বাদী হয়ে কোনাবাড়ী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) রোকসানা বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় আসামি গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, ওই শিশুটিকে পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Leave a Reply