মোঃ আবদুর রহিম সোহেল,চট্টগ্রাম প্রতিনিধি : ০৯/০৬/২০২৪ইং রবিবার চট্টগ্রাম সার্কিট হাউজ সম্মেলন কক্ষে চট্টগ্রাম বিভাগীয় কোর কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে,এ সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার জনাব মোঃ তোফায়েল ইসলাম। সভায় চট্টগ্রাম রেঞ্জের মান্যবর ডিআইজি জনাব নুরেআলম মিনা, বিপিএম (বার), পিপিএমসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভায় কোরবানি সংক্রান্ত বিষয়াবলী, দ্রব্যমূল্য পরিস্থিতি, ঈদযাত্রা নির্বিঘ্ন, স্বস্তিদায়ক ও নিরাপদ করতে প্রস্তুতি সংক্রান্ত বিষয়াবলী এবং কোরবানির পশুর কাঁচা চামড়া সংরক্ষণ, ক্রয়/বিক্রয় ও পরিবহণ সংক্রান্ত বিষয়াবলী আলোচনা করা হয়।
Leave a Reply