গাজীপুর প্রতিনিধি :
আন্তর্জাতিক ভাষা আন্দোলন পরিষদের উদ্যোগে ‘এসো বঙ্গবন্ধুকে জানি’ শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বিকেলে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তার আমান্তা টাওয়ার সংলগ্ন মাঠে এ অনুষ্ঠান করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক উপ—কমিটির সদস্য মো. রকিব সরকার। সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শাহ্ সুলতান আতিক মাহমুদের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন দৈনিক ইত্তেফাকের সংবাদিক, কবি—সাহিত্যিক মো. শাহ্ জামাল।
বঙ্গবন্ধুকে নিয়ে স্বরচিত কবিতা আবৃত্তি করেন কবি গাজী মাজহারুল ইসলাম। আন্তর্জাতিক ভাষা আন্দোলন পরিষদের মহাসচিব জাহিদুল ইসলাম জুয়েল সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনটির ভাইস চেয়ারম্যান ওমর আলী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হযরত আলী, যুবলীগ নেতা মাইজুল হাসান সুমন, সংগঠনের যুগ্ম মহাসচিব সাংবাদিক শাহজাহান ফকির, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট নূরনবী সরদার, সহ সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন, সহ—কোষাধ্যক্ষ সম্পাদক বেলাল হোসেন, আলমগীর হোসেন প্রমুখ।
Leave a Reply