1. bhashatvnews@gmail.com : বার্তা বিভাগ :
  2. bhashatvnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  3. shahjamal.press@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০১:৫৬ অপরাহ্ন

রিলিজ হলো কণ্ঠশিল্পী নিপা’র নতুন মিউজিক ভিডিও

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
  • ৭৩৩ বার পঠিত

বিনোদন প্রতিবেদক :
মডেলিং ও মিউজিক ভিডিও নিয়ে নতুন গান “কালা” শিরোনামে। গানটি তে একক ভাবে কন্ঠ দিয়েছেন মাহমুদা ইয়াসমিন নিপা। তিনি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়ন মরিচারচালা গ্রামের সাংবাদিক কাজী মো. মকবুল হোসেনের কন্যা। তিনি পল্লী এলাকায় শৈশব কাটিয়েছেন শৈশবে গান গাওয়ার অনুপ্রেরনা পেয়েছেন বাবার কাছ থেকে তখন উনার দাদা এবং বাবা কিছুটা গানের সাথে যুক্ত ছিলেন। লোহাগাছিয়া বান সংগীত একাডেমী ও সাধুর বাজার এর প্রতিষ্ঠাতা আলহাজ্ব খালেকুজ্জামান খালেক সাইজির অনুপ্রেনায় সংগীত প্রশিক্ষক প্রবির কুমার মল্লিকের হাতেখড়িতে, ক্লাস টু থেকে এভাবেই শৈশবে একটু একটু করে গানের দিকে অগ্রসর হন তিনি। আন্ত স্কুল, আন্ত কলেজ ও ওয়ার্ল্ড ভিশনসহ তিনি ভিভিন্ন অনুষ্ঠানে সংগীত প্রতিযোগিতায় গান পরিবেশন করে চ্যাম্পিয়ন হন। এভাবে ধিরে ধিরে গানের প্রতি একটা টান নিজের ভেতরে লালন করতে থাকেন। কলেজ লাইফের শুরু থেকেই সারাদেশে স্টেজ কনসার্টে দর্শক মাতিয়ে গানের প্রতি ভালোবাসাকে প্রকাশ্যে নিয়ে আসেন এবং বিভিন্ন গুরুজীর কাছে গানের তালিম নেওয়া শুরু করেন। কণ্ঠশিল্পী নিপা শুধু গান নিয়ে যে ব্যস্ত এমনটি নয়। গানের পাশাপাশি ব্যস্ত রয়েছেন পড়াশোনা নিয়েও। তিনি এখন ন্যাশনাল ইউনিভার্সিটির অধীনে পলিটিক্যাল সাইন্স নিয়ে অনার্স ফাইনাল ইয়ারে আছেন। সাংবাদিক কন্যা মাহমুদা ইয়াসমিন নিপা তার এই “কালা” শিরোনামের গানটি সোনা এবং দেখার জন্য তার ভক্ত—শ্রোতাদের বিনীত ভাবে অনুরোধ জানাচ্ছেন। তিনি বলেন আমার “কালা” শিরোনামের মিউজিক ভিডিওটি দর্শকদের মনে জায়গা পাবে বলে আমি আশা রাখি ৷ দর্শকদের উৎসাহ ও ভালোবাসা নিয়ে আমি বিগত লম্বা সময় কাজ করে চলছি ৷ দর্শকদের মাঝে বিনোদন দেওয়ার মাধ্যমে তাদের মনে জায়গা করে নিতে চাই ৷ দর্শকদের ভালোবাসা নিয়ে আমি আগামিতে অনেক দুর এগিয়ে যেতে চাই ৷ কালা শিরোনামের গানটির মিউজিক ভিডিওটি আশা করি দর্শকদের মনে জায়গা পাবে এবং তাদের ভালোবাসায় আমি অনেক দুর যেতে পারবো ৷ তাই দর্শকরা এই মিউজিক ভিডিও গানটি সকলে দেখবেন ও পাশে থেকে দোয়া করবেন সামনের দিনগুলোতে যেন আরো ভালো কিছু আপনাদের উপহার দিতে পারি ৷ গানটি লিখেছেন প্রবাসী গীতিকার কবি শাহাবুদ্দিন রাব্বানী এবং মিউজিক ও সুর করেছেন শামীম মাহমুদ। টি প্রোডাকশন (ঞ ঢ়ৎড়ফঁপঃরড়হ) এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সম্প্রতি গানটি রিলিজ হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
আইপি ভাষাটিভি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন " ভাষা আন্দোলন পরিষদ "এর অঙ্গ প্রতিষ্ঠান
Design By Raytahost