বিনোদন প্রতিবেদক :
‘প্রয়াস গ্রুপ জাগ্রত স্টার অ্যাওয়ার্ড-২০২২’ পেয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক, ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা সৈয়দা কামরুন নাহার শাহনূর। গত শুক্রবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে ‘জাগ্রত সাংস্কৃতিক জোট’ আয়োজিত অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
সময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয় মন্ত্রণালয়ের মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ ও জাতীয় পার্টির সাবেক মহাসচিব মসিউর রহমান রাঙ্গা চিত্রনায়িকা শাহনূরের হাতে সম্মাননা এ্যাওয়ার্ডটি তুলে দেন। এসময় আয়োজকবৃন্দের পাশাপাশি উপস্থিত ছিলেন মঞ্চ, টিভি ও চলচ্চিত্র অঙ্গনের শিল্পী, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অতিথিবৃন্দ।
উল্লেখ্য, শাহনূর ইতোমধ্যেই চলচ্চিত্রে ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য অসংখ্য পুরস্কার ও সম্মাননা পেয়েছেন।
Leave a Reply